হালাকাহ [Halakah]
@halakah . 15 subscribers . 1 Videos
হালাকাহ কী? হালাকাহ (حَلْقَة) কিংবা হালাকাহ (حَلَق ...
হালাকাহ [Halakah]
15 Subscribers
হালাকাহ কী? হালাকাহ (حَلْقَة) কিংবা হালাকাহ (حَلَقَةٌ)—এর প্রথম অর্থ হলো বৃত্ত। হাদিস সহ আরবি ভাষার নানা জায়গায় এই শব্দটি ব্যবহৃত হয়েছে—গোল বৃত্ত করে বসা মানুষ, গোলবৈঠক কিংবা গোল মজলিস বোঝানোর ক্ষেত্রে। কেন এই চ্যানেল খোলা হলো? এর কার্যক্রম কী? সোনালি যুগের সেই হালাকাহকে আমরা কিছুটা ফিরিয়ে আনার চেষ্টা করছি। প্রাচীন হালাকাহগুলোর আদলে এখন থেকে ইতিহাস ও উলুমে ইসলামিয়ার বিভিন্ন বিষয়ে অফলাইনে ইলমি ও বিশ্লেষণী হালাকা আয়োজিত হবে। প্রাথমিকভাবে সেখানে নির্দিষ্ট সংখ্যক আগ্রহী জেনারেল ও তালিবুল ইলমকে অংশ্রগ্রহণের সুযোগ দেওয়া হবে। পরবর্তীতে ধারণকৃত ভিডিওগুলো ধারাবাহিকভাবে 'হালাকাহ' পেইজ ও ইউটিউবে প্রচারিত হবে ইনশাআল্লাহ। আপনার পরিচিত ভাইবোন ও তালিবুল ইলমদের কাছে পৌঁছে দিন আমাদের এই প্রচেষ্টা। আল্লাহ তায়ালা কবুল করুন। আমিন।