channel-thumbnailchannel-thumbnail
cardsubscribed-thumbnail
The Muslim forces

@themuslimforces . 9 subscribers . 2 Videos

বিসমিল্লাহির রাহমানির রাহিম সমস্ত প্রশংসা সেই আল্ল ...    

cardsubscribed-thumbnail
The Muslim forces

9 Subscribers

বিসমিল্লাহির রাহমানির রাহিম সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদের কলম ও জ্ঞান দ্বারা উপকৃত হওয়ার তাওফিক দিয়েছেন। এই চুক্তি, Mahfil প্ল্যাটফর্মের সাথে প্রকাশক হিসেবে যুক্ত হতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য নির্ধারিত হয়েছে, যাতে কনটেন্ট প্রকাশ, প্রচার ও ব্যবস্থাপনার প্রতিটি ধাপ ইসলামি আদর্শ ও শরিয়াহর মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। Mahfil একটি ইসলামিক মূল্যবোধভিত্তিক মিডিয়া প্ল্যাটফর্ম, যার লক্ষ্য হচ্ছে: দীনের প্রচার ও প্রসার। মানুষকে হালাল, উপকারী ও গঠনমূলক কনটেন্টের দিকে আহ্বান করা। ইসলামবিরোধী, অশ্লীলতা ও বিভ্রান্তিমূলক উপাদান থেকে মুক্ত ডিজিটাল পরিবেশ গঠন। এই চুক্তির প্রতিটি ধারা শরিয়াহর আলোকে পর্যালোচনা করে নির্ধারিত হয়েছে, যাতে: হারাম কনটেন্টের বর্জন নিশ্চিত করা যায়, ইসলামী আদর্শের আলোকে কনটেন্ট লাইসেন্স, দায়িত্ব, গোপনীয়তা এবং বিবাদ নিষ্পত্তির ধারা নির্ধারিত হয়, এবং প্রকাশকের অধিকার ও দায়িত্ব শরিয়াহ সম্মতভাবে রক্ষা পায়। আমরা আশা করি আপনি এই চুক্তির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তে এই কাজে যুক্ত হবেন এবং নিজে উপকৃত হওয়ার পাশাপাশি সমাজেও কল্যাণ ছড়িয়ে দেবেন। "وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ" “তোমরা নিজেদের জন্য যে কল্যাণই অগ্রিম প্রেরণ করো, তা আল্লাহর কাছে তা পাবে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব কাজ দেখেন।” (সূরা আল-বাকারা, আয়াত ১১০)